বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২৪ এ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মোঃ সোহানুর রহমানের অসাধারণ কৃতিত্ব।

বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে গতকাল হয়ে গেল বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২৪। টোটাল ৬০০০ রানার্স এই আসরে অংশগ্রহণ করেছিলেন, যা গতবারের তুলনায় ৩ গুন বেশি এবং বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। ভোর পাঁচটায় শেখ হাসিনা সরণিতে অবস্থিত বা নৌ জা শেখ মুজিব ঘাঁটি থেকে ম্যারাথন শুরু হয়ে কাঞ্চন সেতু হয়ে আবার শেখ হাসিনা সরণিতে এসেই শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ম্যারাথন আয়োজক কমিটির প্রধান সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার–উজ–জামান ও সেনাবাহিনীর সাবেক চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান। এ ছাড়া এই অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, অ্যাথলেটিকস ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে অনেকেই উপস্থিত ছিলেন।

ফুল ম্যারাথনে এলিট দৌড়বিদদের মধ্যে শিরোপা জিতেছেন কেনিয়ার যোজেফ কিয়েংগো মুনিয়াকি। নারী বিভাগে এই ক্যাটাগরিতে শিরোপা জেতেন ইথিওপিয়ার লেনসা দেবেলে জালেটা। ঢাকা ম্যারাথনে অন্য দুটি ক্যাটাগরি ছিল সাফ ও বাংলাদেশি দৌড়বিদদের নিয়ে। সাফে শিরোপা জিতেছেন ভারতের অনিশ থাপা মাগার। সাফে নারীদের বিভাগে শিরোপা জিতেছেন নেপালের সন্তোষী শ্রেষ্ঠা। বাংলাদেশি দৌড়বিদদের প্রতিযোগিতায় শিরোপা জিতেছেন মোহাম্মদ আল আমিন। নারীদের মধ্যে পাপিয়া খাতুন এবং মোঃ সোহানুর রহমান।

মোঃসোহানুর রহমান (বিব নাম্বার :৩২৮৭) হাফ ম্যারাথন ক্যাটাগরিতে প্রথম রানার আপ হয়েছেন(দ্বিতীয়)। উনি হাফ ম্যারাথন (২১.১ কি: মি:) কমপ্লিট করতে সময় নিয়েছেন ১ ঘণ্টা ১১ মিনিট ৫৯ সেকেন্ড ৫৩০ মাইক্রো সেকেন্ড) যা চ্যাম্পিয়ন(প্রথম) সোহেল রানা থেকে মাত্র ১ সেকেন্ড বেশি। এটা ছিলো তার বেস্ট টাইমিং। গত বারের আসরেও উনি ভালো টাইমিং করে পোডিয়াম অর্জন করেছিলেন।

সোহানুর রহমান ঝিনাইগাতী থানার নলকুড়া ইউনিয়নের ফুলহাড়ী গ্রামের সন্তান। বাংলাদেশ আর্মি তে কর্মরত এবং বর্তমানে সংযুক্ত আর্মি অ্যাথলেটিক্স টিমের হয়ে জয় করে যাচ্ছেন একের পর এক আসর। তিনি শেরপুর রানার্স কমিউনিটি আয়োজিত শেরপুর ১০কে রান ইভেন্টেও প্রথম হয়েছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২৪ নিয়ে বলেন এটা দেশের সর্বোচ্চ ইভেন্ট, এই ইভেন্টে দ্বিতীয় হতে পেরে খুব ভালো লাগছে, সামনে সুযোগ পেলে দেশের জন্য কিছু করতে চাই। তিনি আরও বলেন দেশের বাহিরের ইভেন্টগুলোতেও ভালো পারফরমেন্স করতে চাই, সেটাকে সামনে রেখেই ট্রেনিং করে যাচ্ছি, সবাই আমার জন্য দুয়া করবেন।

Exit mobile version