সাতক্ষীরার শ্যামনগরে করোনার টিকা নিতে গিয়ে দোতলার রেলিং থেকে পড়ে আঞ্জুয়ারা খাতুন ওরফে আঞ্জু (৩৫) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার হরিনগর বনশ্রী বিদ্যা নিকেতনে (মাধ্যমিক বিদ্যালয়) এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আঞ্জুয়ারা খাতুন ওরফে আঞ্জু (৩৫)। তিনি শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত আবুজার মোড়লের মেয়ে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক লক্ষী রানী মন্ডল জানান, মঙ্গলবার সকাল ১০টা থেকে ৫তলা বিশিষ্ট হরিনগর বনশ্রী বিদ্যা নিকেতনের ২য় তলায় মুন্সিগঞ্জ ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের জনসাধারণকে কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান ও গণটিকা কার্যক্রম শুরু করা হয়।
সকাল ১১টা ৪০ মিনিটে হরিনগর গ্রামের চায়না খাতুন তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে আঞ্জুয়ারা খাতুনকে রেলিং এর পাশে বেঞ্চে বসিয়ে রাখেন। কোন কিছু বুঝে ওঠার আগেই আঞ্জুয়ারা রেলিং টপকে নীচে পড়ে যায়।
শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের চায়না খাতুন জানান, টিকা নিতে এসে তার মেয়ে বেঞ্চ থেকে রেলিং এর উপরে ওঠার চেষ্টার এক পর্যায়ে নীচে পড়ে মারা যায়।
হরিনগর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক তারক চন্দ্র বিশ্বাস জানান, চায়না খাতুন তার প্রতিবন্ধী মেয়েকে নিয়ন্ত্রণে না রাখতে পারায় এ ধরণের দুর্ঘটনা ঘটেছে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত বলেন, কেন্দ্রে কারও গাফিলতি থাকলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।