নারী ফুটবলারদের যৌন হয়রানির অভিযোগ নতুন নয়। এবার স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় থাকাকালীন সময়ে যৌন হয়রানির অভিযোগ এনেছেন লেভান্তের ব্রাজিলিয়ান নারী ফুটবলার জিও কুইরোজ। একই সাথে সেই ঘটনায় ঘৃনাও প্রকাশ করেছেন এই নারী ফুটবলার। বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তাকে বরাবর লেখা একটি খোলা চিঠিতে এই গুরুতর অভিযোগ করেছেন কুইরোজ।
কুইরোজ লিখেছেন,‘আমাকে জোর করে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। আমি বাড়ি ছেড়ে যেতে পারিনি। ক্লাবের মধ্যে কয়েক মাস আমি অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। প্রিয় সভাপতি, এই অবস্থানে পৌঁছানো সহজ ছিল না। ওই ঘটনার পর অনেক মাস ধরে যন্ত্রণা ও যন্ত্রণার মধ্য দিয়ে গেছে। আমি বার্সেলোনা মহিলা দলে যে আপত্তিজনক আচরণের শিকার হয়েছি তার নিন্দা প্রকাশ করছি।’
কুইরোজ আরও লিখেছেন, ‘নারীর প্রতি হয়রানি ও পুরুষের সহিংসতার সংস্কৃতি মেনে নেওয়া যায় না বা সহ্য করা যায় না। অধিকাংশ ক্ষমতাধারীরা তাদের ক্ষমতা ব্যবহার করে কাউকে বশীভূত করতে। যার মধ্যে সবচেয়ে দুর্বল হলো অপ্রাপ্তবয়স্ক মেয়েরা।’
কুইরোজের বিষয়টা নিয়ে বার্সেলোনা নিজেদের অবস্থান পরিস্কার করেছে। বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার সময় কুইরোজ ব্রাজিলের প্রতিনিধিত্ব করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিল। সিদ্ধান্তটি চিকিৎসকের পরামর্শের বিরুদ্ধে ছিল। যে কারণে তাকে যেতে দেয়া হয়নি।