মাগুরা সদর উপজেলার টিলা গ্রামে অগ্নিকান্ডে দুই বাড়ীর ৬ টি ঘর ভশ্মিভূত, ছয় লাখ টাকার ক্ষতি। শনিবার রাত সাড়ে নয়টার দিকে টিলা গ্রামের মৃত আব্দুল শেখের পুত্র মুতালেব শেখের বাড়ীর গোয়াল ঘরের মশা তাড়াতে এ অগ্নিকান্ড ঘটে। আগুনে ঐ বাড়ীর চারটি টিনের ঘর ও পাশের সজীব শেখের বাড়ীর দুইটি ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়। মুতালেব শেখের ৫ লাখ ও সজিবের ১ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে তারা জানায়। টিলা ও ভাবনহাটির লোকজন পানি ছিটিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। যে কারণে পাশের বাড়ীগুলো অগ্নিকাণ্ডের থেকে রক্ষা পায়।মাগুরা সদর থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন।তবে ফায়ার সার্ভিসের কর্মিরা আগুন নিভে যাওয়ার কারনে ঘটনাস্থলে আসেনি। মুতালেব শেখ জানান, আগুনে মুহুর্তের তার ৪টি ঘর মালামাল সহ সম্পুর্ন পুড়েগেছে।অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্থরা মানবেতর জীবন যাপন করছে।