কক্সবাজারের সিটি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষকালে রিদুয়ান নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সোমবার (২৮মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিটি কলেজের ফটকের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। রাত ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিদুয়ান। তিনি কক্সবাজার শহরের সাহিতিক্যা পল্লীর আবু ছিদ্দিকের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গীয়াস এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মুনীর উল গীয়াস জানিয়েছেন, কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজার সিটি কলেজে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ওই কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিদুয়ানকে ছুরিকাঘাত করা হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করার দুই ঘণ্টা পর মারা যান তিনি। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা সড়ক অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।