কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘কমিউনিস্ট পার্টি কিছু বামপন্থী নেতা হরতাল দিয়েছে। তাদের সমর্থন দিয়েছে বিএনপি ও ভুঁইফোড় কিছু রাজনৈতিক দল। টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ কিংবা চট্টগ্রামের কথা বাদই দিলাম, ঢাকা শহরেও তো একটা মানুষকে দেখলাম না যে হরতালের পক্ষে কথা বলে। মানুষ নির্বিঘ্নে কাজ করছে।
তিনি হরতাল নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘কেমন হরতাল হয়েছে ভাই? এর চেয়ে হেফাজতও তো ভালো, হেফাজত তো তাও মতিঝিলে বিরাট সমাবেশ করতে পারে।’
সোমবার সন্ধ্যায় আশুলিয়া থানা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এই সদস্য এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এই নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। কেউ যদি এই নির্বাচন বিঘ্নিত করতে চায় আমরা অবশ্যই মোকাবিলা করবো।’