সিমা রানী বনিক নামে একজন অসহায় ক্যান্সার রোগীর পাশে দাঁড়ালো রোটারি ক্লাব অব পূর্বাচল গ্রীন সিটি, বাংলাদেশ (ক্লাব আইডি-৮৮০৯৩,ডিস্ট্রিক ৩২৮১) । এ উপলক্ষে একটি প্রতিনিধি দল আজ শনিবার সকালে সিমা রানী বনিকের সাথে নারায়ণগঞ্জ গিয়ে দেখা করেন, এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রোটারি ক্লাব অব পূর্বাচল গ্রীন সিটি, বাংলাদেশ এর প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদুল্লাহ , এ সময় উপস্থিত ছিলেন রোটারিয়ান মোঃ শরিফ হোসেন, রোটারিয়ান সঞ্জয় বসু ,সেক্রেটারি ইলেক্ট রোটারিয়ান আয়শা সিদ্দিকা এবং রোটারিয়ান মাহবুবুর রহমান মল্লিক। সিমা রানীর সাথে সাক্ষাৎ করে তার হাতে ক্লাবের পক্ষ থেকে ২০ হাজার টাকার একটি চেক হস্থান্তর করে তার রোগ মুক্তি কামনা করা হয়।