বাগেরহাটে মাঠ থেকে নবজাতকের লাশ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠ থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার ( ২০মার্চ) সকালে মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের উত্তরচর এলাকার কালাম সরদারের বাগান বাড়ির কাছে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। নবজাতকের মরদেহ শেয়াল কুকুরে কিছুটা ক্ষতবিক্ষত করে ফেলেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ বলেন, ‘বাগানের পাশে ফেলে রাখা নবজাতাকের মরদেহ পুলিশ উদ্ধার করেছে। এটির ময়নাতদন্ত করা হবে। কারা শিশুটির মরহেদ ফেলে রেখেছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

 

Exit mobile version