বগুড়ায় ডোবা থেকে হুমায়ুন আহম্মেদ (৩৫) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে দুপচাঁচিয়ার উপজেলার ইসলামপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হুমায়ুন ওই এলাকার আব্দুল ওহাবের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ওসি হাসান আলী।
ওসি জানান, পরিবারের দাবি সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন হুমায়ুন। মঙ্গলবার সকালে তার বাড়ির পাশের ডোবায় বস্তা চোখে পড়লে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে বস্তা থেকে মরদেহ উদ্ধার করলে প্রতিবেশীরা হুমায়ুনের মরদেহ বলে জানায়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।