সিলেটে দুই বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেট নগরীর মজুমদারী এলাকায় একটি দোতলা বাসার ছাদ থেকে দুই বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত রানী বেগম (৩৩) ও ফাতেমা বেগম (২৭) মজুমদারীর ৩১ নম্বর বাসার মৃত কলিমউল্লাহের মেয়ে। 

মঙ্গলবার সকালে স্বজনেরা গলায় ফাঁস লাগানো অবস্থায় তাদের দেখে পুলিশে খবর দেন। পুলিশ দুই বোনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন।

সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির সমকালকে বলেন, ‘ছাদের রডের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দুই বোন বাসার বাইরের দিকে পাশাপাশি ঝুলে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই বোন আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত রিপোর্ট পেলে নিশ্চিত করে বলা যাবে।’

রানী ও ফাতেমারা চার বোন, দুই ভাই। এক বোন বিয়ের সুবাদে যুক্তরাজ্যে থাকেন। দেশে থাকা ভাই-বোনদের কেউ বিয়ে করেননি। তাদের বাবা নেই। 

পুুলিশ বলছে, কী কারণে তারা আত্মহত্যা করেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘রানী নবম শ্রেণী পর্যন্ত ও ফাতেমা মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করেছেন। তাদের মধ্যে প্রায় পারিবারিক কলহ হত বলে প্রতিবেশীরা আমাকে বলেছেন।’

নগরীর আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই মফিজুল ইসলাম বলেন, ‘সুরতহালে আঘাতের কোনো চিহ্ন মিলেনি। তবে তাদের পরিবারের সদস্যদের কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। তারা খুব চাপা স্বভাবের। প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের সঙ্গে তাদের তেমন যোগাযোগ নেই।’

Exit mobile version