মাগুরার শ্রীপুরে স্কুলছাত্রী হত্যার আসামী হাসান গ্রেফতার

মাগুরার শ্রীপুর উপজেলার হাটশ্রীকোল গ্রামে কুমার নদের তীরের নির্জন স্থানে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রাজিয়ার গলাকাটা লাশ উদ্ধারের ঘটনার আসামী হাসানকে গ্রেফতার করেছে Rab ৬ এর একটি টিম।

বৃহস্পতিবার বিকেল ৩ টায় রাজিয়া নিখোঁজ হয়। শুক্রবার বেলা ১১ টার দিকে কুমার নদের তীরে বাঁশ বাগানের পাশের একটি গর্তে লাশটি পাওয়া যায়। নিহত রাজিয়া খাতুন (১২)। সে হাটশ্রীকোল গ্রামের মিখিজ শেখের মেয়ে।

ঘটনাটি শ্রীপুর থানা পুলিশকে অবহিত করলে সকালে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় ও ওসি তদন্ত মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরী করে লাশ উদ্ধার করেন। পরে সংবাদ পেয়ে মাগুরা পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীটিকে নির্মমভাবে গলা কাটা হয়েছে। কারা এই ঘটনাটি ঘটিয়েছে এবং এর পেছনের কারণ তদন্ত করে বের করা হবে বলে জানান তিনি। শনিবার এ হত্যা ঘটনার আসামী হাসানকে উপজেলার বারইপাড়া গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার গ্রেফতার করে হয় বলে Rab ৬ এর কেম্পানী কমান্ডার লেঃ কমান্ডার নাজিউর রহমান রবিবার সকালে এক ব্রিফিংয়ে জানান।

Exit mobile version