ইবিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি শেষ না হতেই, ক্লাশ শুরু আজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের ভতি কার্যক্রম শেষ না হতেই ক্লাশ শুরু হচ্ছে। আজ সোমবার (২১ মার্চ) বিশ^বিদ্যালয় স্ব স্ব বিভাগ বরণ করে নিবেন শিক্ষার্থীদের। ইতোমধ্যে শিক্ষার্থীদের বরণ করে নিতে প্রস্তুত সকল বিভাগ। নবীন শিক্ষার্থীদের আগমনী উপলক্ষে আল্পনা ও নতুন সাজে সেজেঁছে বিভাগগুলোর করিডোর ও সেমিনার কক্ষ।

বিজ্ঞপ্তি সূত্রে, ৫ম মেধাতালিকায় ভর্তি কার্যক্রম শেষেও আসন খালি থাকায় ৬ষ্ঠ মেধাতালিকা প্রকাশ করেছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ‘এ’ ইউনিটে ১২৫, ‘বি’ ইউনিটে ৯৪ আসনের এবং ‘সি’ ইউনিটে ৪৮ আসন ফাঁকা রয়েছে। ৬ষ্ঠ মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাতকার আগামী ২২ মার্চ। গত ১৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য জানা গেছে।

শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অ্যাসিটেন্ট প্রফেসর সাহিদা আখতার আশা বলেন, ‘নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে প্রস্তুত সকল বিভাগ। পাশাপাশি আমাদের বিভাগেও সকল আয়োজন সম্পন্ন হয়েছে।’

‘বি’ ইউনিট সমন্বয়কারী প্রফেসর ড. দেবাশীষ শর্মা বলেন, ‘গুচ্ছের অন্তর্ভূক্ত যাওয়ায় ভর্তি কার্যক্রম শেষ করতে সময় লেগেছে। আশাকরি আগামী ২৩ তারিখের ভিতরেই ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।’

Exit mobile version