যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

যশোরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও একজন আহত হয়েছেন। রবিবার (২০ মার্চ) সকালের দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালি গ্রামের রনজিৎ সরকার (৬৫), সদর উপজেলার ঘুনি গ্রামের সাইফুর রহমান (৬০) ও একই গ্রামের মনজেল মজুমদার (৫৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে সাড়ে ৯টার দিকে যশোর-মাগুরা সড়কের খাজুরা ভাটারামতলায় রাস্তা পার হবার সময় মাগুরামুখি একটি বাসের ধাক্কায় রনজিৎ সরকার গুরুতর আহত হন। পরে স্থানয়িরা তাকে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতলে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপরদিকে যশোর খুলনা মহাসড়কের পদ্মবিলায় চাইনা প্রকল্পের সামনে একটি মোটরসাইকেল ওভারটেক করার সময় ট্রাকের সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী সাইফুল ও মনজেল গুরুতর আহত হন। তাদেরকে যশোর হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন তাদেরকে মৃত ঘোষণা করেন।
নিহত সাইফুরের ভাইপো আসাদুজ্জামান জানান, আহত হবার পর আমরা তাদেরকে হাসপাতালে নিয়ে আসি। সেখানে ভর্তির কিছুক্ষণ পর তারা মারা যান। অন্যদিকে আজ সকাল ৯টার দিকে দুটি ট্রাকের সংঘর্ষে রাজিব হোসেন (৩৪) একজন চালক গুরুতর আহত হয়েছেন। তার বাড়ি শহরের কাজিপাড়ায়। যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের খবর শুনেছি। মরাদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

Exit mobile version