গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি দখলের চেষ্টায় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়াছে। অভিযোগে বলা হয়েছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল গ্রামে আরাফাত কাজী ও বাহার কাজীর নেতৃত্বে দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত একদল লোক একই এলাকার আব্দুল মান্নান কাজীর ছেলে জুয়েল কাজীর বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর ও লুট পাট করে। এঘটনায় জুয়েল কাজী বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জুয়েল কাজী তার অভিযোগ জানান, ঘটনার দিন সন্ধ্যায় আমারা খাওয়া দাওয়া শেষ করে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় বাহার কাজী ও আরাফাত কাজীর নেতৃত্বে ২০/৩০ জনের একটি সন্ত্রাসীর দল হঠাৎকরে দেশীয় তৈরী অস্ত্র সস্ত্র নিয়ে আমার বাড়িতে এসে আমাকে গালিগালাজ করে ও বাড়ি ঘর ভাংচুর করে। আমরা প্রাণ ভয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিই। এসময় তারা আমার ঘরের দরজা ভেংগে ভিতরে ঢুকে সবকিছু লুটপাট ও ভাঙচুেরর তানডব চালায়। এমনকি আমার বৃদ্ধ মায়ের বিছানায় আগুন ধরিয়ে দেয়। আমাদের চিৎকারে বাড়ির পাশর্^বর্তীরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। যার প্রেক্ষিতে কাশিয়ানী থানায় তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করতে কাশিয়ানী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই সজীব কুমার মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, এব্যারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা পাওয়া গেলে অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
কাশিয়ানীতে জমি দখলের পায় তারায় বাড়ি ঘর ভাংচুর
