গাইবান্ধার গোবিন্দগঞ্জে অজ্ঞাত কোচের চাপায় এক অটোভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ হাসপাতাল মোড় এলাকায় ব্যাটারী চালিত একটি অটোভ্যানকে অপর একটি অটোভ্যান ওভারটেক করার সময় ধাক্কা দিলে অটোভ্যানের যাত্রী মকবুল হোসেন (৬০) মহাসড়কের উপর ছিটকে পড়েন। এ সময় দ্রæতগামী একটি যাত্রীবাহি কোচ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
নিহত মকবুল হোসেন গোবিন্দগঞ্জ পৌর এলাকার জঙ্গলমারা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ট্রাফিক পরিদর্শক প্রবীণ কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।