বেনাপোলে পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেপ্তার

যশোরের বেনাপোল বন্দর এলাকা তেকে পরোয়ানাভুক্ত, মাদক মামলা এবং নিয়মিত মামলাসহ ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার (২০ মার্চ) সকালে বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো, বেনাপোল পোর্ট থানার উত্তর বারপোতা গ্রামের ওলিয়ার রহমানের ছেলে আবুজার গিফারী (২২), সাদিপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মাসুদ (২৪), খড়িডাংগা গ্রামের মাহাতাব আলীর ছেলে আশিকুর রহমান সেলিম (২৭), গাজীপুর গ্রামের ইলিয়াছ খার ছেলে রাজু খা (২২), উত্তর বারপোতা, দৌলতপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩৮), উত্তর বারপোতা গ্রামের ওলিয়ার রহমান স্ত্রী ফেরদৌসী খাতুন (৪৫), দৌলতপুর গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী আয়েশা বেগম (৫৫), এবং মাদক মামলায় ২ কেজি গাঁজাসহ রঘুনাথপুর গ্রামের মৃত ওসমান গনির ছেলে আতিয়ার রহমান (৩৫), নিয়মিত মামলায় বৃত্তিআচড়া গ্রামের মিজাক আলীর দুই ছেলে বাবু (৩০) ও উজ্জল হোসেন (২৫)।
পুলিশ জানায়, পরোয়ানা ভুক্তসহ মাদক মামলার আসামিরা এলাকায় ফিরে গোপনে অবস্থান করছে, এমন খবরে অভিযান চালিয়ে পোর্ট থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃতদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

Exit mobile version