ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় ৩ মাদরাসা ছাত্রীসহ ৫ জন আহত হয়েছেন। রবিবার বেলা ২টার দিকে ঢাকা-হালুয়াঘাট সড়কের ফুলপুর উপজেলার নাকানন্দী নামক স্থানে অটোরিকশা ও বটবটির মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, কওমী মাদরাসা শিক্ষা বোর্ড হাইয়্যাতুল উলইয়ার পরীক্ষা উপলক্ষে বালিয়া মাদরাসা কেন্দ্রে যাওয়ার সময় ওই দুর্ঘটনার শিকার হন। আহতরা হলেন, দাওরায়ে হাদীস পরীক্ষার্থী কারীমা, শরীফা, মাসরুরা, ছাত্র মিজানুর রহমান ও উস্তাদ মাওলানা আব্দুল বারী। তারা সবাই হালুয়াঘাট উপজেলার জামিয়া হুসাইনিয়া দারুল উলূম মাঝিয়াইল মাদরাসার ছাত্র-শিক্ষক।