কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। সোমাবর (২১ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে জেলার লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, প্রাইভেট কারটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিলো। নিহতদের চারজন প্রাইভেটকারের যাত্রী। একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম হারুনুর রশিদ(২৮)। তিনি উপজেলার আমিরাবাদ ঝাকুয়াবির পাড়ার মৃত নাছির উদ্দিনের পুত্র। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সংঘর্ষে কারটি দুমড়েমুচড়ে যায়। এ সময় প্রাইভেটকারের চার যাত্রী ও চালক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে লোহাগাড়া সদরের বেসরকারি মা-মণি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
আহত একজনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মৃতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।