রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার জন্য তুরস্কে পৌঁছেছে উচ্চ পর্যায়ের ইউক্রেনীয় প্রতিনিধি দল। দলটির নেতৃত্ব দিচ্ছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ এবং দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান কর্মকর্তা মিখাইল পোডোলিয়াক। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
দুই সপ্তাহেরও বেশি সময় পর এই প্রথমবারের মতো মুখোমুখি আলোচনায় বসছেন মস্কো ও কিয়েভের প্রতিনিধিরা। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টায় এই বৈঠক শুরুর কথা রয়েছে।
তুরস্ক সফররত ইউক্রেনীয় প্রতিনিধি দল জানিয়েছে, তাদের শীর্ষ অগ্রাধিকার হলো একটি যুদ্ধবিরতি নিশ্চিত করা, যদিও এটি সম্ভব কিনা তা নিয়ে সংশয় রয়েছে।