স্মিথের বিরুদ্ধে মামলার বিষয়ে সিদ্ধান্ত জানালেন ক্রিস রক

অস্কারের মঞ্চে উইল স্মিথের থাপ্পড় খেয়ে অনাকাঙ্ক্ষিত এক পার্শ্ব অভিনেতা বনে গেছেন মার্কিন কমেডিয়ান ও অভিনেতা ক্রিস রক। তবে হাসিঠাট্টার মাধ্যমে আপাতভাবে ঘটনাটিকে হালকা করার চেষ্টা করা রক কোনো ব্যবস্থা নিতে যাচ্ছেন কিনা অস্কার জয়ী উইল স্মিথের বিরুদ্ধে, সে প্রসঙ্গে লস অ্যাঞ্জেলস পুলিশ জানিয়েছে, মামলা দায়েরের ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছেন রক। খবর ভ্যারাইটির।

ভ্যারাইটির কাছে লস অ্যাঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, অস্কার মঞ্চে ঘটে যাওয়া থাপ্পড়ের ঘটনা সম্পর্কে অবগত রয়েছে লস অ্যাঞ্জেলস পুলিশ। তবে মামলা করার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছেন ক্রিস রক। তবে ঘটনায় যুক্ত কেউ যদি এরপরে মামলা দায়ের করতে চান, সেক্ষেত্রে সম্পূর্ণ তদন্তের ব্যাপারে প্রস্তুত রয়েছে পুলিশ।

৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারে কমেডিয়ান ক্রিস রককে অস্কারের মঞ্চে সবার সামনে চড় মেরে পুরো বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ‘কিং রিচার্ড’ মুভির জন্য প্রধান চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জেতা উইল স্মিথ।

এর আগে, বাংলাদেশ সময় ২৮ মার্চ সকাল, হলিউডের ডলবি থিয়েটারে সাজানো অস্কার মঞ্চে সেরা প্রামাণ্যচিত্র শাখার পুরস্কার বিতরণ করতে এসেছিলেন ক্রিস রক। এসময় তিনি উইল স্মিথের স্ত্রী জেইডা পিঙ্কেট স্মিথকে নিয়ে রসিকতা করেন। অ্যালোপেসিয়ায় আক্রান্ত হয়ে চুল হারিয়েছেন জেইডা। সবুজ রঙের গাউন পরিহিত উইল স্মিথের স্ত্রীর প্রতি ক্রিস রক বলেন, ‘জি আই জেন’ এর সিক্যুয়ালে তিনি জেইডাকে দেখতে চাই। জি আই জেন ১৯৯৭ সালের একটি মুভি যেখানে ডেমি মুরকে মাথা কামিয়ে সেনাবাহিনীতে নিযুক্ত হতে হয়। আর প্রায় পুরো মুভিতেই সবুজ ইউনিফর্ম পরিহিত ছিলেন ডেমি মুর।

তবে ক্রিস রকের এই কৌতুকের পরই ঘটে সেই ঘটনা। হঠাৎ মঞ্চে উঠে আসতে দেখা যায় উইল স্মিথকে। ক্রিস রকের সামনে গিয়ে আচমকাই তার গালে একটি চড় মেরে বসেন উইল স্মিথ। এ ঘটনায় হতভম্ব হয়ে পড়েন অনুষ্ঠানে উপস্থিত অনেকেই। ক্রিস রকের উদ্দেশে চিৎকার করে বলেন, আমার স্ত্রীর নাম আর মুখেও আনবে না।

উইলের হাতে চড় খাওয়ার পরেও ক্রিস রকের মাথা ঠান্ডা রেখে সঞ্চালনা চালিয়ে যাওয়ার দেখে মুগ্ধ হয়েছেন অনেকে। উল্টো দিকে উইলের স্ত্রীর রোগ নিয়ে ঠাট্টা করার জন্য সমালোচিতও হয়েছেন ক্রিস।

এদিকে ক্রিস রককে চড় দেওয়ায় উইল স্মিথকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে তার নিন্দা জানিয়েছে। কেউ কেউ আবার তার পক্ষে সাফাই গেয়েছেন।

Exit mobile version