৯/১১-র পূর্বাভাস দিয়েছিলেন, তিনিই বলেছেন, পৃথিবীর শাসক হবেন পুতিন

বুলগেরিয়ার অতীন্দ্রিয়বাদিনী অন্ধ সাধিকা ভাঙ্গেলিয়া পানডেভা গুশতেরোভার নাম অনেকেই জানেন। তবে এই নামের চেয়ে তিনি বেশি পরিচিত বাবা ভাঙ্গা নামে। ৯/১১-র ঘটনার পূর্বাভাস দিয়েছিলেন তিনি। এই ঘটনাটি ঘটার পর থেকেই তাকে চিনে যান সারা পৃথিবীর মানুষ। অনেকেই তার বলে যাওয়া কথাগুলি বিশ্বাস করতে শুরু করেন।

যদিও ১৯৯৬ সালেই মারা গিয়েছেন বাবা ভাঙ্গা। কিন্তু তারা বলে যাওয়া নানা কথার উপর এখনও ভরসা আছে বহু মানুষের। এহেন বাবা ভাঙ্গাই নাকি এক সময়ে বলেছিলেন, পৃথিবীর শাসক হবেন ভ্লাদিমির পুতিন।

পুতিনের জীবনিকার ভ্যালেনতিন সিদোরভ সম্প্রতি জানিয়েছেন, ১৯৭৯ সালে তার সঙ্গে ভাঙ্গার দেখা হয়। ভাঙ্গা নাকি তখন তাকে বলেছিলেন, ‘সব কিছু গলে পানি হয়ে যাবে। শুধু রাশিয়া টিকে থাকবে। আর টিকে থাকবে পুতিনের গরিমা। কেউ আটকাতে পারবে না রাশিয়াকে।’

১৯৮৯ সালে ভাঙ্গা পূর্বাভাস দিয়েছিলেন ৯/১১-র ঘটনার। বলেছিলেন, আমেরিকার বুকে ছিটকে পড়বে ধাতব পাখি। ধ্বংস হবে বিরাট ইমারত। পরে সেই পূর্বাভাস সত্যি হয়। তার পর থেকেই মানুষ ভাঙ্গার বলে যাওয়া কথাগুলিকে আরও বেশি করে গুরুত্ব দিতে শুরু করেন।

এমন ভাঙ্গা নাকি বলে গিয়েছেন পুতিনের গরিমার কথাও। তবে শুধু এগুলি নয়, এর পাশাপাশি ভাঙ্গা ভয়ঙ্কার প্রাকৃতিক দুর্যোগ এবং প্রকৃতির কারণে মানুষের ধ্বংস হওয়ার পূ্র্বাভাসও দিয়েছেন। সূত্র: হিন্দুস্থান টাইমস।

Exit mobile version