আবারও মৃত্যুর হাত থেকে বাঁচলেন জেলেনস্কি!

সোমবার কিয়েভ পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার বিশেষ দল জেলেনস্কিকে হত্যা করার চেষ্টা করেছে। তবে তাদের এই চেষ্টা ব্যর্থ হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদন আরও বলা হয়েছে যে, রাশিয়ার বিশেষ দলের নেতৃত্বে ২৫ জনের একটি সামরিক বাহিনীর দলকে স্লোভাকিয়া-হাঙ্গেরি সীমান্তের কাছে আটক করেন কিভ কর্তৃপক্ষ।

জেলেনস্কিকে হত্যা করাই এই বাহিনীর মূল লক্ষ্য ছিল বলেও জানা গিয়েছে। তবে এই ঘটনার নেপথ্যে পুতিনের কুখ্যাত বিশেষ সামরিক বাহিনী ওয়াগনার গোষ্ঠীর হাত আছে বলেও সন্দেহ প্রকাশ করেছেন ইউক্রন কর্তৃপক্ষ। যদিও ক্রেমলিন এই দলের অস্তিত্বের কথা অস্বীকার করেছে।

একটি টুইটে বলা হয়েছে, “জেলেনস্কির প্রাণনাশের আর একটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। রাশিয়ার বিশেষ সামরিক দলের ২৫ জন সদস্যকে স্লোভাকিয়া-হাঙ্গেরি সীমান্তের কাছে বন্দী করা হয়েছে। তাদের লক্ষ্য ছিল ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যা করা।”

গত মাসে ২৪ ফেব্রুয়ারিও জেলেনস্কিকে হত্যা করার উদ্দেশে একটি হামলা চালানো হয়েছিল বলে ইউক্রেন দাবি করেছিল।

Exit mobile version