ফেরিসংকটে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে স্বাভাবিক ফেরিপারাপার ব্যহত হচ্ছে। সেখানে বহরে থাকা ২১টি ফেরির মধ্যে বর্তমান ৬টি ফেরি বিকল হয়ে আছে। পাশাপাশি রাজধানীমুখী বিভিন্ন গাড়ির অতিরিক্ত চাপ অব্যাহত থাকায় দৌলতদিয়া ঘাটে লেগে থাকা যানজট পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।
আজ মঙ্গলবার (২৯ মার্চ) ওই ঘাটে ফেরিপারের অপেক্ষায় আটকা পড়ে শত শত যাত্রী ও পণ্যবাহী পরিবহন।
এতে ঘাটের জিরোপয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পৌরসভার পদ্মার মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রখর রোদে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে বিভিন্ন গাড়ির চালক ও যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের বহরে ছোট-বড় মোট ২১টি ফেরি রয়েছে। সার্বক্ষণিক সচল রাখতে গিয়ে ইঞ্জিন সমস্যাসহ বিভিন্ন যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় অনেক ফেরি ঘন ঘন বিকল হয়ে পড়ছে। বর্তমানে তিনটি রো রো (বড়) ও তিনটি ইউটিলিটি ছোট) ফেরি বিকল হয়ে আছে। এর মধ্যে ভাষাসৈনিক ডা. গোলাম মাওলা, শাহ্ আলী, শাহ্পরান ও শাপলাশালুক নামের চারটি ফেরি মেরামতের জন্য নারায়নগঞ্জ ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। বনলতা ও চন্দ্রমল্লিকা নামের অপর দুটি ফেরির মেরামত কাজ চলছে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে। ২১টি ফেরির মধ্যে ৬টি বিকল থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসংকট সৃষ্টি হয়েছে।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিসের সহকারি মহাব্যবস্থাপক (এজিএম) মো. শিহাব উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ফেরিসংকটের পাশাপাশি অতিরিক্ত গাড়ির চাপে দৌলতদিয়া ঘাটে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিকল ওই ৬টি ফেরির দ্রুত মেরামত কাজ চলছে। মেরামত শেষে বহরে ফিরে এলে এই নৌরুটে ফেরির কোন সংকট থাকবে না বলে তিনি জানান।