কাপ্তাইয়ে ভুষির মিলে আগ্নিকান্ড,একটুর জন্য রক্ষা পেল শত শত বসতঘর

রাঙামাটি কাপ্তাইয়ের ভুষির মিলে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। একটুর জন্য রক্ষা পেল পাশ্ববর্তী বসতঘর ও দোকানপাট। বৃহস্পতিবার বার সকাল সাড়ে ৭টায় জাকির হোসেন স্ মিলস্থ মশার কয়েল তৈরির ভুষির মিল হতে অগ্নিকান্ডের কান্ডের ঘটনা ঘটে। তবে বড়ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। কি ভাবে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে কেউ বলতে পারেনা।একাধিক লোকজন জনান ভুষির তাপ হতে অগ্নিকান্ড ঘটনা ঘটছে। এদিকে আগুন লাগার সাথে সাথে কাপ্তাই ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।এলাকার বসবাসরত লোকজন জানান একাধিকবার এ ভুষির মিল হতে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে। কিন্ত ভুষির মালিক এ যাবৎ কোন ব্যবস্থা নেয়নি। এদিকে স ্মিলের মালিক পক্ষ হতে ভাড়াটিয়া ভুষির মিলের সেলিমকে মিল বন্ধ রাখাসহ প্রয়োজনীয় ব্যবস্থা কথা বললেও এ যাবৎ কোন ব্যবস্থা নেয়নি বলে জানান। ভুষির মিল মালিক সেলিম জানান আমি বাসায় ছিলাম কি ভাবে আগুন লেগেছে আমি তা জানিনা। এখানে অগ্নিনিপা নামের কোন ব্যবস্থা রাখা হয়নি। এ মিল হতে বার,বার আগুন লাগায় পাশ্ববর্তী বসবাসরত লোকজন আতংক বিরাজ করছে। সচেতন লোকজন জানান ভুষির মিলের বৈধ কোন লাইসেন্স আছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছে। প্রশাসন এ বিষয়ে খতিয়ে দেখার আহ্বান জানান নেটিজনরা।

Exit mobile version