চট্টগ্রামে সবশেষ ২৪ ঘণ্টায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার শূন্য। একই সময় চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে কেউ মারা যাননি। বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে করোনা-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৬২৬। মারা গেছেন ১ হাজার ৩৬২ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় উপজেলা ও শহরের কোথাও কারও করোনা পজিটিভ শনাক্ত হয়নি। আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩২২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার শূন্য দশমিক ৩১।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।