বিশ্বকাপ বাছাইয়ে এল সালভাদোকে ২-০ গোলে হারিয়ে কনকাকাফ অঞ্চল থেকে কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে মেক্সিকো। একই দিনে আরেক ম্যাচে কোস্টারিকার কাছে ২-০ গোলে হারের পরও গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে বিশ্বকাপের টিকেট কেটেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে মাঠে নামে কনকাকাফের দলগুলো। এদিন ৪টি ম্যাচ হয়েছে।
কনকাকাফ থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে কানাডা। বাছাইপর্বে এক ম্যাচ হাতে রেখেই ৩৬ বছর পর তারা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। আজকের ম্যাচে তারা পানামার কাছে ১-০ গোলে হারলেও তাতে প্রভাব পড়েনি। ১৪ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই কানাডা বাছাইপর্ব শেষ করেছে। সমান ম্যাচে মেক্সিকোর পয়েন্টও ২৮। গোল ব্যবধানের কারণে বাছাইপর্বে তারা দ্বিতীয় স্থানে থাকল।
১৪ ম্যাচে যুক্তরাষ্ট্রের পয়েন্ট ২৫। তাদের হারিয়ে দেয়া কোস্টারিকা সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তারা সরাসরি বিশ্বকাপে যেতে পারেনি। তবে টেবিলের চারে থাকায় প্লে-অফ খেলা নিশ্চিত করেছে কোস্টারিকা। প্লে-অফ ম্যাচে দলটির প্রতিপক্ষ হবে ওশেনিয়া অঞ্চলের নিউজিল্যান্ড।এর আগে সলোমন আইসল্যান্ডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে নিউজিল্যান্ড প্লে-অফে খেলা নিশ্চিত করে।
এর আগে যে ২৭টি দল বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে তারা হল-জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, স্পেন, সার্বিয়া, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল পোল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, ইকুয়েডর, ঘানা, সেনেগাল, মরক্কো, তিউনিসিয়া, ক্যামেরুন, সাউথ কোরিয়া, ইরান, জাপান, সৌদি আরব, কানাডা ও স্বাগতিক কাতার।