রোটারি ক্লাব অব পূর্বাচল গ্রীন সিটি, বাংলাদেশ (ক্লাব আইডি-৮৮০৯৩,ডিস্ট্রিক ৩২৮১) এবং রোটারি ক্লাব অব মিশাতো ,জাপান ( ডিস্ট্রিক ২৭৭০)এর যৌথ উদ্যোগে বরিশালের কাউখালি উপজেলার প্রায় ১৩ টি স্কুলের শৌচাগার স্থাপন প্রকল্পের লক্ষ্যে গত ৩১ মার্চ শুক্রবার একটি প্রতিনিধি দল সেখানে ভিজিট করেন। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রোটারি ক্লাব অব পূর্বাচল গ্রীন সিটি, বাংলাদেশ এর প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদুল্লাহ , এ সময় উপস্থিত ছিলেন প্রজেক্ট ডিরেক্টর রোটারিয়ান সঞ্জয় বসু ,সেক্রেটারি ইলেক্ট রোটারিয়ান আয়শা সিদ্দিকা ,রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোঃ সাজ্জাদ হোসেন, রোটারিয়ান মাহবুবুর রহমান মল্লিক, প্রকল্প প্রকৌশলী মোঃ কামাল উদ্দিন, ঠিকাদার কামাল হোসেন এবং স্থানীয় শিক্ষকবৃন্দ। এ সময় কাউখালি উপজেলার সম্মানিত ইউ এন ও মোছাঃ খালেদা খাতুন রেখার সাথে প্রতিনিধি দলটি সাক্ষাৎ করেন । কাউখালির অত্যান্ত জনপ্রিয় ও সৃজনশীল এই ইউ এন ও উন্নয়ন প্রকল্পটি যাতে সঠিকভাবে পরিচালিত হয় সেজন্য প্রয়োজনীয় পরামর্শ দেন এবং রোটারি ক্লাব দুটি তথা রোটারি ইন্টারন্যাশনালকে এই মহৎ উদ্যোগের জন্য সাধুবাধ জানান , সেই সাথে সকল প্রকার সহযোগীতার আশ্বাস দেন। রোটারিয়ানরা ১৩ টি স্কুল পরিদর্শন করেন , এ সময় স্কুল গুলোর প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্যরা এই মহতী উদ্যোগের জন্য প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান , সেই সাথে ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রকল্প এনে এলাকার উন্নয়নে অবদান রাখার জন্য অনুরোধ করেন।
জাপান ও বাংলাদেশের দুটি রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে স্কুলের উন্নয়ন প্রকল্প
-
লেখক Author
- Categories: জাতীয়
অনুরূপ প্রকাশনা
বন বিভাগের প্রহরী রুবেল মিয়া জমি দখল করে হত্যা হুমকি দেন
লেখক
Author
জুলাই ১৪, ২০২২
রোটারি ডিস্ট্রিক ৩২৮১ ডি টি এ এবং ডি জি এম এস এবার এক সাথে আয়োজন করলো
লেখক
Author
জুন ৮, ২০২২
বঙ্গবন্ধুকে নিয়ে এত সুন্দর বই খুব কম লেখা হয়েছে
লেখক
Author
মে ২৬, ২০২২
অসহায় ক্যান্সার রোগী সিমা রানী বনিকের পাশে দাঁড়ালো রোটারি ক্লাব অব পূর্বাচল গ্রীন সিটি
লেখক
Author
মে ১৪, ২০২২
পল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষ, বাম জোটের নতুন কর্মসূচি ঘোষণা
লেখক
Author
এপ্রিল ৬, ২০২২