১২০০ স্বেচ্ছা সেবীর এক বড় মিলনমেলা হয়ে গেল বসুন্ধররা কনভেনশান হলে। গত শনিবার রোটারী বাংলাদেশের DISTRICT 3281 আয়োজন করেছিল এক বিশাল সম্মেলনের যেখানে DTA and DGMS 2022 এবার এক সাথে অনুষ্ঠিত হয়। মানুষের ব্যাক্তিগত ব্যাস্ততায় স্বেচ্ছাসেবায় যেখানে লোক ই খুঁজে পাওয়া যায় না সেখানে এত বড় আয়োজন রোটারির জন্য একটি বড় অর্জন। সারা পৃথিবী থেকে পোলিও নির্মূলসহ নানা স্বেচ্ছাসেবা রোটারিকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে আগেই , এটি তারই ধারাবাহিকতা । বেলা তিনটায় শুরু হয়ে একাধারে চলে রাত দশটা পর্যন্ত ।সম্মেলনটি ছিল রোটারি বাংলাদেশের সর্বোচ্চ রোটারিয়ান দের নিয়ে অংশগ্রহণ যেখানে ছিলেন প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নরবৃন্দ, সিএজি বৃন্দ, বর্তমান ডিস্ট্রিক্ট গভর্নর মুনতাসির বিল্লাহ ফারুকী, গভর্নর ইলেক্ট ইঞ্জিনিয়ার এম এ ওহাব, ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি আশরাফুল জামান নান্নু, গভর্নর নমিনি ডেজিগনেটেড, প্রাক্তন প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ সাহিদুল বারি সহ অন্যান্য নেতৃবৃন্দ। গ্র্যান্ড ম্যানেজমেন্ট সেমিনারে বিষয় ভিত্তিক আলোচনা করেন পি পি এম শহিদুল বারী, পিপি ডাটা মাগফুর,পিপি শাহেদ সিদ্দিক, পি পি এস এম আনোয়ার হোসেন, পি,ডি জি আম হাফুজুল্লাহ , পি ডি জি সেলিম রেজা, পি ডি জি কে এম জয়নুল আবেদিন । ডিস্ট্রিক ট্রেইনিং এসেম্বলিতে বিষয় ভিত্তিক আলোচনা করেন পিপি এ কে মজিবুর রহমান ,প্রেসিডেন্ট জুলহাস আলম, পি পি জাকির হোসেন খান,মোঃ মোখলেছুর রহমান ,পিপি হাফিজ উদ্দিন বিপ্লব এবং পি ডি জি এম খায়রুল আলম ।
অন্যান্য অংশগ্রহণ ক্লাবগুলির মাঝেও রোটারী ক্লাব অব পূর্বাচল গ্রীন সিটি তাদের সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে এ সেমিনার অংশগ্রহণ করেছেন। উপস্থিত প্রেসিডেন্ট মোঃ আসাদুল্লাহ, president-elect সাবিনা ইয়াসমিন, সেক্রেটারি ইলেক্ট আয়শা সিদ্দিকা, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোঃ সাজ্জাদ হোসেন, রোটারিয়ান সঞ্জয় বসু, রোটারিয়ান মাহবুব মল্লিক, রোটারিয়ান শরিফ এরশাদ, রোটারিয়ান সুদীপ কুমার রায়, রোটারিয়ান রেহানা পারভীন জলি সহ অন্যান্য নেতৃবৃন্দ। সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে অংশগ্রহণ করার জন্য রোটারি ক্লাব অব পূর্বাচল গ্রীন সিটি ঢাকা কে “গোল্ড” অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠান টি সফলভাবে সম্পন্ন করার জন্য রোটারী ক্লাব অব পূর্বাচল গ্রীন সিটি পক্ষ থেকে কমিটি কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।