ফেব স্টুডিও লিঃ এর সিও এবং ন্যাশনাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশান অব বাংলাদেশ এর যুগ্ন আহ্বায়ক ইঞ্জিনিয়ার আল আমিন সেলিম একজন ভালো ক্রীড়া সংগঠক। তিনি যেকোন খেলা আয়োজন করতে ভালোবাসেন এবং খেলতে পছন্দ করেন। ভালোবাসেন সামনে থেকে নেতৃত্ব দিতে । ইতিমধ্যে ফেলকন এলিভেন নামে একটি ক্লাবও তিনি প্রতিষ্ঠা করেছেন। এই বছর ডি আই ইউ এম এম এফ নামে একটি বড় ক্রিকেট ট্যুর্নামেন্ট এ শিরোপা জয় করেছেন ,যেখানে প্রতিটি ম্যচে তিনি খেলেছেন এবং দলের সাথে সাথে নিজেও ভালো পারফরমেন্স করেছেন। এই প্রতিবেদকের সাথে কথা বলার সময় তিনি উল্লেখ করেন যে , সমাজ থেকে মাদক সন্ত্রাস দূর করতে হলে শিশু কিশোরদের বেশি বেশি খেলার সাথে ইনভল্ভ করতে হবে ,তাহলে সমাজ থেকে অনেকাংশেই অপসংস্কৃতি দূর হবে। বাচ্চারা আজকাল মোবাইল নির্ভর হয়ে যাচ্ছে যা তাদের শরীর ও মনের জন্য অত্যন্ত ক্ষতিকর , খেলাধুলা হতে পারে এগুলো থেকে মুক্তির অন্যতম মাধ্যম।